নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, প্রতিপক্ষের কিছু দুষ্ট লোকেরা নির্বাচনকে প্রতিহত করতে চায়। আমার নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার দেখে তারা (প্রতিপক্ষ) ভয় পেয়েছে। বিএনপির লোকেরা নির্বাচন বন্ধ করার জন্য এটা করতে পারে। কে করতে পারে তা নিশ্চিত নই। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই সম্ভাবনা বেশি, কারণ বিএনপি ভয় পেয়ে মাঠে নেই, তারা দূরে আছে। যেহেতু আমাদের নৌকার ক্যাম্প পুড়িয়েছে, সে হিসেবে আমরা ধরে নিতে পারি প্রতিপক্ষের লোকেরা এটা করেছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে দাউদপুর ইউনিয়নের আতলাপুর পূর্ব বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
টাকার বিনিময়ে জনগণ ভোট বিক্রি করবেনা উল্লেখ্য করে তিনি বলেন, যত বেশি চাপ আসছে ভোটাররা তত বেশি উৎসাহিত হচ্ছে। কারও চোখ রাঙানিতে কোন লাভ হবেনা। টাকা দিয়ে ভোট কিনলে জনগণের বাড়ি-ঘর যে থাকবেনা সেটা তারা ভালো জানে। কারণ এই টাকা দিয়ে ভোট কিনে ভূমিদস্যুরা ক্ষমতায় এসে সবকিছু দখল করবে। তাছাড়া জনগণ ভূমিদস্যুদের হাতে এ দেশকে তুলে দিবে না। নির্বাচনে জয়ের বিষয়ে আমরা শতভাগ আশাবাদি।
আরো পড়ুন: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে এসে নৌকার জন্য বলবেন: পাটমন্ত্রী
গাজী বলেন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কমিটি আছে। নির্বাচনী প্রচারণায় প্রতিটি ওয়ার্ডে গণজোয়ার লেগেছে। এই গণজোয়ারের মধ্যে নেতাকর্মীরা আমাকে পেয়ে জয়ের বিষয়ে নানা আশ্বাস দিচ্ছেন। গতকাল একসঙ্গে নৌকার ১২৮টি কেন্দ্রে মিছিল হয়েছে। চারদিকে মিছিলে মিছিলে গণজোয়ার লেগে গেছে, যা বাংলাদেশের কোথাও দেখা যায়নি।
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন। সেই লক্ষ্যে দিনব্যাপী প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি ও দলীয় নেতাকর্মীরা।