১২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিৎড়ি ও ১৬০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনের পাগলা শাখা।
নারায়ঢণগঞ্জে পৃথক ২ টি অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে এ সকল মাঠ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে আর জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পাগলা স্টেশনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাতের নেতৃত্বে ধলেশ্বরী ব্রীজের টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালান করে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ১টি ট্রাক ও ১ টি বাস তল্লাশী করে ১২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিৎড়ি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উপজেলণা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে, কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালান করে বরিশাল থেকে ঢাকাগামী ১ টি ট্রাক তল্লাশী করে ১৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।