পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা মিছিল।
‘অবৈধ ডামি নির্বাচন’ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল করার কর্মসূচি ছিল দলটির মহানগর শাখার।
বিএনপির নেতা–কর্মীদের অভিযোগ, পুলিশের বাধায় তাঁরা কর্মসূচি পালন করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউছূফ খান টিপুর নেতৃত্বে কালো পতাকা মিছিল করার প্রস্তুতি নিয়ে সড়কে আসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সে সময় পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কালো পতাকা ও ব্যানার ছিনিয়ে নেয়।
সদ্য কারামুক্ত মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা প্রস্তুতি নিয়ে দুপুর সোয়া ৩টার দিকে মিছিল করার চেষ্টা করি। এ সময় সদর থানার ওসি তদন্তসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা আমাদের মিছিল করতে বাধা দেয়। সেই সাথে আমাদের মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন এনএনডিকে জানান, বিএনপির কর্মসূচি করার কোন পূর্ব অনুমতি ছিল না। তারা রাস্তায় নামতে চেয়েছে, আমরা তাদের বলেছি, রাস্তায় নামা যাবে না।