নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রঞন করা হয়েছে। ৪ জানুয়ারী নগরীর একেএম শামসুজ্জোহা ষ্টেডিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমানের সার্বিক তত্বাবধানে এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভা আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এনএনডিটিভিকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন মানে হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা অগ্রাধিকার পাবে। এসএসএফ তার নিরাপত্তা নিশ্চিত করে, তাদের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। জনসভার মাঠ পরিদর্শণ করেছেন তারা। যেভাবে দিক নির্দেশনা দেয়া হয়েছে সেভাবেই কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোয়েন্দারা মাঠে কাজ করছে।
জানা গেছে, দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নারায়ণগঞ্জ জুড়ে। ব্যানার-ফেস্টুনসহ বর্ণিল সাজে সজ্জিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে জনসভাস্থল, সড়ক-পথঘাট। দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা। তারা দলে দলে সভাস্থলে আসার প্রস্তুতি নিচ্ছেন।
ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি সভা করেছেন প্রভাবশালী এমপি শামীম ওসমান। সভায় জেলা ও মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা করছেন নেতাকর্মী ও সমর্থকরা। সম্ভাব্য আগমন পথে সাঁটানো হচ্ছে নৌকার পোস্টার। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ব্যাপক নেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ দিন আগে ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ইসদাইরে একেএম সামসুজ্জোহা ষ্টেডিয়ামে আসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ৫ লাখ মানুষের সমাগম ঘটবে জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, নেত্রীর নিরাপত্তা আমদের জন্য বড় বিষয়। উনি বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে উনি বদ্ধপরিকর। নারায়ণগঞ্জে ৪ জানুয়ারী তার নির্বাচনী শেষ সমাবেশ হবে। কেন্দ্র থেকে সমাবেশের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে। এর বাইরে আমরাও নেত্রীর নিরাপত্তার ব্যাপারে আরও কি করা যায় তা নিয়ে আমাদের দেখতে হবে।
এর আগে সর্বশেষ ২০০৮ সালে সংসদ নির্বাচনের মাত্র ছয়দিন আগে ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসেছিলেন। বিশাল সেই জনসভায় জেলার পাঁচটি নির্বাচনী আসনে মহজোট প্রার্থীদের পক্ষে প্রচারণার জনসভায় প্রধাণ অতিথি ছিলেন তিনি।