আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জে জনসভায় এসে পৌছেছেন। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীদের নৌকার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল।
বৃহস্পতিবার ৪ (জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।
দুপুর ৩ টা ১৩ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল সমাবেশ থেকে মাইকে প্রধানমন্ত্রীর আগমনের স্লোগান দেন। এরপর একে একে জয় বাংলা সহ নানা স্লোগান দেয়া হয়। পরে
এর আগে, সকাল থেকে জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে সমাবেশে স্থলে এসে জমায়েত হন। এতে চারিদিক লোকে লোকারণ্য হয়ে যায়। নেতাকর্মীরা ব্যানার -ফেস্টুন নিয়ে ব্যান্ড বাজিয়ে দলে দলে সমাবেশ স্থলে এসে জমায়েত হন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, জেলা আওয়ামী লীগ সহ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে সমাবেশে ছুটে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে তারা সবাই এসেছেন। পুরো মাঠ নেতাকর্মী তে পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে সকল ধরনের নিরবিচ্ছিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনসভায় আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ -১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ -২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী সহ প্রমুখ।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে নির্বাচনী জনসভায় এসে ভাষণ দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরে বিগত ১৫ বছরে আর নারায়ণগঞ্জ শহরে আসেননি তিনি। তবে জেলার বিভিন্ন স্থানে সমবেশ সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।