প্রধাণমন্ত্রী শেখ হাসিনার হাতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিগত সাড়ে ৯ বছরের উন্নয়ন কার্যক্রম সম্বলিত সদ্য প্রকাশিত বই তুলে দিয়েছেনে এই আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বুধবার (১৩ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতকালে এই বই হস্তান্তর করেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত গ্যাস সংকটে ভুগছে নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যাবসায়ীরা। সমস্যাটির সমাধানে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে চিঠি দিয়েছিলেন বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান এমপি। চিঠিতে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে সেলিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ অঞ্চলে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করে শিল্পকারখানাগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় পড়ে সরকারকে যেন বিব্রত হতে না হয়, সে ব্যাপারে আপনার আশু হস্তক্ষেপ কামনা করছি।