নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের নৌকার প্রার্থী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদি। যেহেতু নৌকা মার্কা আমাদের প্রধানমন্ত্রীর মার্কা এবং আগামী ৪ তারিখে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মিটিংয়ে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বলে দিবেন।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভুলটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাচাই এলাকায় তিনি এ কথা বলেন।
ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণের এতো সাড়া পেয়েছি যে সড়কে ট্রাফিক জ্যাম লেগে গেছে। সারা রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের লোক সব নেমে গেছে। এলাকার সমস্ত নেতৃবৃন্দরা আমার সঙ্গে এসেছে। তারা সবাই নৌকার পক্ষে গণসংযোগে নেমেছে।
উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ওই যে সামনে রাস্তা আছে দেখেন রাস্তা পাকা হয়েছে কিনা। দেখেন কি সুন্দর রাস্তা। এই রাস্তা দেখে মানুষ ভোট দিবে। ভুলতা ফ্লাই ওভার সারা দেশের একটা মেঘা প্রজেক্ট, সেই ভুলতা ফ্লাইওভার ও ভুলতা আইস প্লান্ট কলেজ সহ সমস্ত জায়গায় আমরা রাস্তা পাকা করে দিয়েছি। সুতরাং এখানে কোন ধরনের কমতি নাই।
তৃণমূল বিএনপির ভেতরকার দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেন, তৃণমূল বিএনপি একটি দল তাদেরকে স্বাগত জানাই। তাদের ভেতরগত বিরোধ থাকতে পারে, কিন্তু আমাদের সঙ্গে কোন বিরোধ নেই। এলাকার মধ্যে আমরা কোন বিরোধ করবো না। কারণ একটি দল নির্বাচন করবে এটা আমরা চাই।
নৌকার ক্যাম্প ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ক্যাম্প ভাংচুরের বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছি, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এছাড়া নির্বাচনে কোন ধরনের সহিংসতা নেই।