প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সেনা সদস্যদের এক দিনের বেতন দান
দেশের বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যরা তাদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশের সঙ্কটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
বন্যাদুর্গত এলাকার জনগণের সহায়তায় এবং ত্রাণ কার্যক্রমে ইতিমধ্যে সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এই তহবিলে দানকৃত অর্থ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে ব্যবহার করা হবে।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশংসা করা হচ্ছে, কারণ সেনাবাহিনীর এই উদ্যোগ দেশের অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।