ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে ৮ প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন।
থানা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামকে মনোনিত করায় ৭ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, এ নির্বাচনে ফাইজুল নির্বাচিত হলে ৮ জন চেয়ারম্যান নির্বাচিত হবে ফতুল্লা ইউনিয়ন পরিষদে। আপনার নাগরিক অধিকার হচ্ছে ভোট প্রদান করা, আপনারা ভোট দিবেন, ফাইজুল ইসলাম নির্বাচিত হলে সরকারী অনুদান যথাযথা ভাবে ব্যবহার করা হবে।
সোমবার (৪ মার্চ) বিকাল ফতুল্লা কুতুবাইল ব্যাংকের মোড়ে যুবলীগ নেতা হাজ্বী আজমত আলীর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো, ফাইজুল ইসলামের অটো রিকশা মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেখানে শাহ নিজাম বলেন, ৯ মার্চ সারাদিন অটো রিকশা মার্কায় ভোট দিয়ে ফাইজুলকে আপনারা নির্বাচিত করবেন আপনাদের কাছে আমার এই আহবান রইলো।
আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, এনসিসির ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এমএ রাসেল, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি হাজ্বী মোঃ সজীব, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন, যুবলীগ নেতা নাহিদ হাসান সবুজ, যুবলীগ নেতা নাহিদ হাসান প্রমুখ।