ফেব্রুয়ারির শেষ দিকে নারায়ণগঞ্জে বাড়তে পারে গাড়ির চাপ।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পোস্তগোলা সেতু মেরামত ও রেট্রোফিটিং করায় বিকল্প পথ হিসেবে নারায়ণগঞ্জকে বেছে নিতে পারে চালকরা। এতে সৃষ্টি হতে পারে যানজট।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত পোস্তগোলা সেতু মেরামত করা হবে বলে জানা গেছে। পুরো সময় জুড়েই ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে সেতু দিয়ে। এছাড়া ২২, ২৩, ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৬ মার্চ বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিক্সা চলাচল বন্ধ থাকবে।
এতে পদ্মা সেতু থেকে চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর, মুন্সিগঞ্জ, মুক্তারপুর হয়ে ৩য় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক বা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বেছে নিতে পারে চালকরা। একই ভাবে সিলেট ও চট্টগ্রাম মুখি যানবাহনও একই পথ ব্যবহার করতে পারে।
ইতোমধ্যেই সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।