বাংলাদেশের সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, এ প্রতিষ্ঠান ডিরেক্টলি ন্যাশনালী ইকোনোমিতে (অর্থনীতিতে) কনট্রিবিউট (অবদান) করতে যাচ্ছে। আর এই তিনটি স্থাপনা উদ্বোধনের মাধ্যমে প্রোডাকশন প্রায় তিন থেকে চার গুণ বৃদ্ধি পাবে। এর ফলে প্রতিষ্ঠানটির সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।
শনিবার (৪ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ লাদুরচড় এলাকায় আস্থা ইন্ডাস্ট্রিয়াল পার্কর তিনটি নতুন স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ অনেক এগিয়েছে। আমাদের দেশের অনেক উন্নয়ন হয়েছে। তবে এই উন্নয়ন সম্ভব হতোনা, যদিনা বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌমত্ব দেশ হতো।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের ফসল এই স্বাধীনতা।সেই সাথে ত্রিশ লক্ষ শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ সেনা বাহিনী দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যেখানে পাশে থাকার সুযোগ পেয়েছে সেখানে ভূমিকা রেখেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত। এর ফলে বুঝতে পারি ব্যবসায়ীরা বাংলাদেশের উন্নয়নের কতটা গুরুত্বপূর্ণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হুইপ ও নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী, এফবিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালি, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুল ইসলাম বাবু, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন সহ প্রমুখ।