দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রূপগঞ্জ বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোলাম দস্তগীর গাজী।
প্রসঙ্গত, নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে ১৫ জানুয়ারীর মধ্যে। এবারও গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রী করার দাবি জোড়ালো হচ্ছে। তিনি একজন সফল ব্যবসায়ী ও খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হওয়ায় শিল্প ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া রূপগঞ্জে দুইজন হেভিওয়েট প্রার্থীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিজয়ী হয়েছেন। রূপগঞ্জে এবার ভোট পড়ছে ৫৫.১৪ %।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকে মো. শাহজাহান ভূঁইয়া পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করে মাত্র ৩ হাজার ১৯০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।