নির্বাচনের দিন সবাইকে পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী একেএম শামীম ওসমান।
তাঁর ভাষ্য ‘ভোট না দিলে দেশ অনেক বড় বিপদে পড়ে যাবে। যা কল্পনাও করতে পারছে না জনগণ।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে কাশিপুরের উত্তর নরসিংপুর জামে মসজিদ সংলাগ্ন মাঠে উঠান বৈঠকে এ আশঙ্কা করেন তিনি।
কাশিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠক থেকে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়।
শামীম ওসমান শঙ্কা প্রকাশ করে জানান, ওরা হানা-হানি, মারামারি, কাটাকাটি লাগানোর চেষ্টা করছে দেশে। ওরা কৃত্রিম ভাবে দেশে দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে। কৃত্রিম ভাবে শ্রমিক ও মালিকের মধ্যে সংঘর্ষ লাগানোর চেষ্টা করছে। যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। নির্বাচনের দিন আপনারা সবাই ভোটটা দিতে যাবেন। পরিবার নিয়ে যাবেন।
নারায়ণগঞ্জকে নিরাপদ শহরের পরিকল্পনা জানিয়ে শামীম ওসমান বলেন, দুবাইতে একটি মেয়ে রাত ১ টার সময় হাতে ডলার নিয়ে হাটবে, তারপরেও কেউ তার সামনে যাবে না। কারণ সেখানে আইনের শাসন আছে, সাথে জনগণও সচেতন। ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন। উদ্যোগ নিতে হবে, আমি উদ্যোগ নিচ্ছি, হয়তো আমি শেষ করতে পারবো না। আমি শেষ না করতে পারলে আপনি করবেন। না হলে অন্য কেউ করবে। যারা অপরাধ করছে, তারা সংখ্যায় হয়তো ৩০ জন কিন্তু আমরা সাধারণ জনগণ আছি ৩০ লাখ।
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে শামীম ওসমান বলেন, ২১ বার শেখ হাসিনাকে মারার চেষ্টা করা হয়েছে কিন্তু মারতে পারে নাই। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে, শয়তান তাকে কিছু করতে পারে না। তার উপর আল্লাহর রহমত আছে। সে ধৈর্যের পরীক্ষায় পাশ করেছে। তার বাবা-মাসহ পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, ২১ বছর ধৈর্য ধরেছে, তারপরেও হাল ছাড়ে নাই। তার স্বপ্ন একটাই, বাঙ্গালী জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। সবাই পেট ভরে ভাত খাবে, এটাই হয়েছে তাঁর কাজ। আপনাদের সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।
এ সময় মা-বাবার বাধ্য হয়ে সন্তানদের চলার নির্দেশদেন শামীম ওসমান।
কাশিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হিয়াস উদ্দিন প্রমুখ।