দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী একেএম সেলিম ওসমান বলেছেন, আমি মানুষকে ভালবাসি এবং মানুষও আমাকে ভালবাসে। আজকের এই জনসভাই তার প্রমান। আমার বেঁচে থাকার কথা ছিল না। নারায়ণগঞ্জের কোন মসজিদ বাকি ছিল না যেখানে আমার জন্য দোয়া হয়নি। মানুষের দোয়াই আমাকে বাচিয়ে রেখেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।
সেলিম ওসমান বলেন, এবার আমি নির্বাচন করতে চাইনি। নৌকার জন্য কাজ করতে চেয়েছি। কারণ নারায়ণগঞ্জে নৌকা প্রয়োজন। আমার আপা বলেছে লাঙ্গল নিয়ে নির্বাচন করতে। জননেত্রী শেখ হাসিনা যাই বলবেন আমি এই দুনিয়ায় তাই করবো।
তিনি আরো বলেন, এ নির্বাচন আমার না। আপনারা একাত্তর দেখেননি, যুদ্ধ দেখেননি। ২১ বছর স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেয়ার চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুকে সাড়ে তিন বছরের মাথায় হত্যা করা হয়েছে। আমরা কিছু করতে পারিনি। আপনাদের এলাকার সাবেক সাংসদ আমার বড় ভাই নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে চলে গিয়েছিলেন। তার মৃত্যুর পর সংসদে শোক প্রস্তাবে প্রধানমন্ত্রীর চোখে জল এসে গিয়েছিল। তার জন্যেই আপনাদের বাড়ির পাশে আজ নাসিম ওসমান সেতু হয়েছে।