আমি দেখবো কত বড় ছিরু হয়েছেন। নিজেদের শক্তিমান হিসেবে জাহির করার জন্য ইউনিয়নবাসীকে জিম্মি করে রেখেছেন। এখন উপজেলাবাসীর প্রতি সেই দৃষ্টি, না তা হবে বন্দরে আর হতে দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারি করেন বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ। বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে মুছাপুর ইউনিয়নে নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এম এ রশিদ।
মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমাননের সভাপতিত্বে এম এ রশিদ আরো বলেন, আমাদের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান আপনাকে( মাকসুদ হোসেন) সরে যেতে বলেছেন। একজন মুক্তিযোদ্ধা আপনাকে ভাল ভাল সরে যেতে বলেছেন। সরে গেলে ভাল। আর কথা না শুনলে কিভাবে শুনাতে হয় তা মুক্তিযুদ্ধা হিসেবে জানা আছে। প্রয়োজনে মুগুর দিয়ে শুনানো হবে। একজন মুক্তিযোদ্ধার থাবা সিংহের চেয়ে বেশি ভয়ংকর। ইতিমধ্যে মুগুর শুরু হয়ে গেছে। আপনি কার কথা অমান্য করেছেন নিজে চিন্তা করুন। সিংহের চেয়ে বেশি ভয়ংকর লোকদের সাথে খেলার লোক হল মুক্তিযোদ্ধারা। সেই বীর মুক্তিযোদ্ধা কথা অমান্য করেছেন। আপনার সাহস দেখে অবাক হই। যে এত সাহস পেলো কিভাবে। সুখে থাকতে ভূতে কিলায়। আপনি ( মাকসুদ হোসেন) কার সাথে নির্বাচন করছেন, আবার চ্যালেঞ্জ করেছেন। এটা ৫৩ বছর পর মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করার সামিল। ৫৩ বছর পূর্বে ১৯৭১ সালে আপনার পরিবার যা করেছেন তা মনে করিয়ে দিলেন। জনগনকে পুনরায় আপনাদের পারিবারিক ইতিহাস জানালেন। এখনো সময় আছে মানুষের কাছে পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান।
আবু হাসনাত জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা, নাজমুল হাসান আরিফ, নূরজ্জামান মোল্লা, এড. তাজউদ্দীন, ছাত্রলীগ নেতা খান মাসুদ, মহানগর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, মহানগর ছাত্রলীগ সাবেক সহ সভাপতি রাজু আহমেদ সুজনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদসহ বিশাল এক গাড়ী বহর নিয়ে বাড়ি থেকে বের হন। গাড়ী বহর নিয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় প্রচারণা ও ক্যাম্প উদ্বোধন করেন। ফুনকুল স্কুল মাঠে পথ সভা, ক্যাম্প উদ্বোধন, দোয়া শেষে গাড়ী বহর নিয়ে ইউনিয়নের ৩ নং ওর্য়াডে ক্যাম্প উদ্বোধন করেন। পরে চর ইসলামপুর এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও পথ সভা করেন।
বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ কঠোর হুশিয়ারি করে আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তির কোন একটি লোকের শরীরে ফুলের আচর দিলে অস্তিত্ব রাখা হবে না। মনে রাইখেন মুক্তিযোদ্ধার থাবা সিংহের চেয়ে বেশি ভয়ংকর।