আড়াইহাজারে মোটরসাইকেল ভাঙচুরের ছবি তোলার সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানার (৫৪) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বেলা ১১টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সাংবাদিক রফিকুল ইসলাম রানা বাংলানিউজকে জানান, এক মোটরসাইকেল আরোহী দক্ষিণপাড়ার এক নারীকে আহত করেন। এতে ওই নারী মোটরসাইকেল আরোহীকে গালাগাল করেন। এ সময় মোটরসাইকেল আরোহী চলে গিয়ে তাদের নিজ গ্রাম কল্যান্দী থেকে আরও দুটি মোটরসাইকেলসহ তিনজন এসে ওই নারী ও তার স্বামীর ওপর আবারও হামলা করতে আসেন। একপর্যায়ে দক্ষিণপাড়ার ৪০-৫০ জন লোক এদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করে মারধর এবং তাদের মোটর সাইকেলগুলো ভাঙচুর করতে থাকে। এ সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানা ছবি তুলতে গেলে তার ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে।
পরে রানাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় কয়েকজন উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিলে ডাক্তার তাকে ঢাকায় পাঠান।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ‘আসামিদের শনাক্ত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’
এদিকে, এ ঘটনায় আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।