বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভারুচা যুদ্ধবিদ্ধস্ত ইসরায়েলে গিয়ে বিপাকে পড়েছেন। ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’-তে প্রকাশিত খবরে এমন তথ্য জানা গেছে।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এ অভিনেত্রী। আর হঠাৎ ইসরায়েলের পক্ষে যুদ্ধ ঘোষণা হওয়া সেখানেই আটকে পড়েন তিনি। এমনকি অভিনেত্রীর ফোনও বন্ধ ছিল। যোগাযোগ করা যাচ্ছিল না তার সঙ্গে। অবশেষে চিন্তার মেঘ কাটিয়ে অভিনেত্রীর সহকারী জানিয়েছেন, ভারতে ফিরছেন তিনি।
হঠাৎ হামলা চালিয়ে ইসরায়েলকে পুরোপুরি চমকে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আকাশ, জল, স্থল- তিন পথ দিয়ে একযোগে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি।
এতে এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। জবাবে, গাজায় পাল্টা হামলা চালিয়ে প্রায় ২৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস।
ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়তে শুরু করে হামাস। এর ফলে তেল আবিবের মতো দূরবর্তী শহরগুলোতেও বেজে ওঠে সতর্কতা সাইরেন।