রূপগঞ্জের চনপাড়ায় একটি ডেকোরেটরের দোকানে আগুন লেগেছে। এতে আগুনে পুড়ে দোকানের প্রায় ৭০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে একতা ডেকোরেটরের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন বলেন, সকালে সাইটে কাজ থেকে এসে দেখি আমার দোকানের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে অজ্ঞাতরা। আমার মিটারের চাবিটাও নিয়ে যায়। কারা নিয়ে যায় কারা কাটে কেউ জানে না। তখন আমি দেখি আমার সিসিটিভি ক্যামেরাও চলে না। ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ভিডিও হয় কিন্তু দেখা যায় না। বিষয়টি বাড়িওয়ালাকে ডেকে জানালাম। এলাকায় কথা শুনছি যে, এটা বিএনপির ব্যবসা। কিন্তু আমি কোনো রাজনীতি করি না। পরে আমি আবার সব ঠিক করি। ক্যামেরাও চালু করি।
তিনি বলেন, রাত ৯টা ২১ মিনিটে আমি বাসায় যাই। বাসায় গিয়ে ভিডিও চেক করছিলাম যে, কারা লাইন কাটলো। এরপর খেতে বসি। এ সময় আমার ফোনে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফোন করে জানান, আমার দোকানে আগুন লেগেছে। আমি সাথে সাথে দৌড়ে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাই।
ওই ব্যবসায়ী আরও বলেন, আমার ৭০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সাড়ে ৬০০ চেয়ার ছিল পেছনে, সামনে ১০০ চেয়ার ছিল। এগুলো সব জ্বলে পুড়ে গেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের যা ছিল সব পুড়ে গেছে। ১ লাখ ২০ হাজার বাতিসহ যা ছিল সব পুড়ে গেছে! ৯ মণের উপর তার পুড়ে গেছে। আমার সাথে কারো শত্রুতা নেই। কারা এ কাজ করেছে তাদের বিচার চাই, তবে পুলিশ এখনো কিছু করেনি।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মতিয়ার বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরে আগুন নেভানো হয়। তবে আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি।