রূপগঞ্জে গ্যাসের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ দম্পতি মারা গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- রংপুরের তারাগঞ্জ থানার ইছামত মেনানগর এলাকার শামীম ইসলাম (২৪) ও তার স্ত্রী জাহানারা বেগম (২২)। তারা রূপগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ জানুয়ারি রাত ৩টার দিকে কারখানা শ্রমিক শামীমের স্ত্রী জাহানারা বেগম রান্নাঘরে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে জাহানারা ও শামীম দগ্ধ হন। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ দম্পতিকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ৫ জানুয়ারি রাতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।