আগে শীতলক্ষ্যা নদীতে মানুষ অসুস্থ হলে গোসল করানো হতো সুস্থ হওয়ার আশায় কিন্তু এখন শীতলক্ষ্যা নদীতে সুস্থ মানুষ গোসল করলে অসুস্থ হয়ে যাবে। অধিকাংশ শিল্প-কারখানার দূষিত পানির কারণে শীতলক্ষ্যা নদীর পানি দূষিত হচ্ছে, মানুষ এই পানি ব্যবহার করতে পারছে না।
নারায়ণগঞ্জে নদী রক্ষায় নাগরিক ভাবনা শীর্ষক প্রতিবাদ কর্মসূচিতে রোববার (২১ জানুয়ারি) বিকালে এ কথা বলেন চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি।
শীতলক্ষ্যা নদী ও ব্রম্মপুত্র নদসহ সকল নদীর অপরিকল্পিত ব্যবহার, অবৈধ বালু উত্তোলন, শিল্প কলকারখানার অপরিশোধিত রাসায়নিক ও ডায়িং এর বিষাক্ত বর্জ্য থেকে নদীকে বাঁচাতে ‘‘নাগরিক ভাবনা’’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। তারা স্লোগান দেন ‘নদী জনগনের সম্পদ, জনগনকে এগিয়ে আসতে হবে নদী বাঁচাতে।’
রাকিবুল ইসলাম ইফতি আরও বলেন, এই শিল্প কলকারখানার মালিকরা হাজার হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু ইটিপি প্লাটের মাধ্যমে পানিকে ফিল্টার করে নদী বা খালগুলোতে ছাড়তে না পারলে ওই সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দিন-রাত যেকোনো সময়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।