আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী অংশ নিচ্ছেন তাদের মধ্যে শীর্ষ ধনী ১০ প্রার্থীর তালিকায় রয়েছে নারায়ণগঞ্জের ৩ জন। তাদের প্রত্যেকের সম্পদের পরিমান শত কোটি টাকার উপরে। কারো কারো আবার হাজার কোটিও ছাড়িয়েছে।
মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দেয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের বিশ্লেষণে সারাদেশে ১৮ প্রার্থীর শত কোটি টাকার উপর সম্পদ রয়েছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জের ৩ জন। শীর্ষ ধনী ১০ প্রার্থীর তালিকায়ও তারা রয়েছে।
ধনী প্রার্থীদের তালিকায় প্রথমেই রয়েছে নারায়ণগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী, এরপর তার ছেলে একই আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মূর্তজা ও নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয়পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান।
টিআইবির বিশ্লেষণ অনুযায়ী, শতকোটি টাকার বেশি সম্পদ রয়েছে এ তালিকায় শীর্ষে আছেন বর্তমান পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। আওয়ামী লীগের এ প্রার্থীর সম্পদ রয়েছে ১ হাজার ৯৫৮ কোটি ১২ লাখ টাকার। স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মূর্তজার ৫৯৫ কোটি ৯২ লাখ টাকার সম্পদ রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের রয়েছে ৫১৬ কোটি টাকার সম্পদ।
টিআইবির হলফনামাভিত্তিক তথ্যে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে ৫৭১ জন প্রার্থী রয়েছেন যাদের সম্পদ কোটি টাকার বেশি। এ সমীক্ষার ‘স্বতন্ত্র ও দলভিত্তিক কোটিপতি প্রার্থীর’ পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব প্রার্থীর মধ্যে ২২৬ জন আওয়ামী লীগের, স্বতন্ত্র ১৬৩ জন এবং জাতীয় পার্টির ৪৭ জন। সে হিসাবে আওয়ামী লীগের ৮৬ দশমিক ৯৬ শতাংশ, স্বতন্ত্রের ৪৬ দশমিক ৯৭ ও জাতীয় পার্টির ২২ দশমিক ২৭ শতাংশ প্রার্থী কোটিপতি।