নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ করেছেন একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে ক্রোনী গ্রুপের অবন্তি কালার টেক্স লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে। অবরোধের কারণে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রচ- গরমের দাবদাহে চরম ভোগান্তিতে পড়ে পথচারী ও এলাকাবাসী।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক টিম সড়ক অবরোধ থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। শিল্প পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে ও লাঠিচার্জ করলে শ্রমিকরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শটগানের গুলি নিক্ষেপ করে।
বিক্ষোভরত শ্রমিকরা জানায়, মার্চ মাসের বেতনভাতার দাবিতে সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এ কারখানাতে কয়েক মাস ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ চলছে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে মালিকপক্ষের সঙ্গেও আলোচনা চলছে।
এব্যাপারে শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। কতজন শ্রমিক আহত হয়েছেন এ বিষয়ে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না।
এব্যাপারে ক্রোনী গ্রুপের চেয়ারম্যান আসলাম সানী বলেন, ঈদের আগে সব শ্রমিককে বোনাস দিয়েছি। কিন্তু সময়মতো শিপমেন্ট না হওয়ায় বেতন দিতে পারিনি। আমরা আগামী বুধবারের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দিবো।