অবশেষে বক্তাবলীর আলোচিত সেই জমিতে স্থিতাবস্থা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালতের বিচারক মোহসিনা ইসলাম নিষেধাজ্ঞার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর এস ১১৫০৬ দাগের তফশিলভুক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
এর আগে, বক্তাবলীর ভূমিদস্যুরা সাংবাদিক জামালউদ্দিন বারীর জমি দখল করে রাতারাতি টিনের চালাঘর নির্মাণ করে পাহাড়া বসিয়েছে। তার মালিকানাধীন সেমিপাকা একটি দোকানঘর মধ্যরাতে ভেঙে গুড়িয়ে দেয়, এতে আদালতের শরণাপন্ন হন জামালউদ্দিন বারী। তার মামলায় গ্রেফতার হয় আসামীরা। আসামিরা জামিনে বেরিয়ে এসে পুনরায় দখলবাজির পায়তারা করে।
দখল টিকিয়ে রাখতে আদালতে নিষেধাজ্ঞার মামলা করেছে ভূয়া দলিলের হোতা রিকু ইসলাম। দুই মাস পর মামলার ধার্য তারিখ থাকলেও জামালউদ্দিন বারীর আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (০৫ মে) বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালতের বিচারক মোহসিনা ইসলাম নিষেধাজ্ঞার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর এস ১১৫০৬ দাগের তফশিলভুক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।