কোনো মতে ই ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না, হকারদের অযৌক্তিক আন্দোলন প্রতিহতসহ জনপ্রতিনিধি ও প্রশাসন ৩ সিদ্ধান্ত নিয়েছে।
বাকি সিদ্ধান্তটি হলো বৈধ কাগজপত্র ছাড়া কোনো বাস শহরে প্রবেশ করবে না।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া সভা সন্ধ্যায় শেষ হলে সর্বসম্মতি সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে। তবে হকারদের কাছ থেকে সরবরাহকৃত হকারদের তালিকা পাওয়ার পর তাদেরকে শহরের বাইরে অথবা শহরতলীর কোথাও আলোচনা সাপেক্ষে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আলোচনা উঠেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সেই সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও শওকত হাশেম শকু।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সমস্যা সমাধনে গোল টেবিল বৈঠকের আয়োজন করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। সেখানে যানজট, হকার সদস্যা সহ নানা বিষয় উঠে আসে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সমস্যা গুলোর সামাধানের সিদ্ধান্ত নেন। সেই বৈঠকে জেলা প্রশাসক মাহমুদুল হক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু উপস্থিত ছিলেন।
গত ৬ ফেব্রুয়ারী হকার উচ্ছেদে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়। এরপর থেকে পুনরায় আন্দোলনে নামে হকার নেতারা। তারই ধারাবাহীকতায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলন করে হকাররা।
হকারদের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জনপ্রতিনিধিদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া হয়।
সভাশেষে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, আজকে তারা (হকার) অন্যায় কাজটা করেছে। গতকাল ২১শে ফেব্রুয়ারি ছিল, আজ ২২শে ফেব্রুয়ারি। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন কীভাবে হকার নামধারী কিছু খুনি, বাজে, অবৈধ লোক এভাবে হুঙ্কার দেয়, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরুদ্ধে কথা বলে? এত সাহস তারা কীভাবে পায়, তা আমারও বোধগম্য নয়।
ফুটপাত মানুষের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে সিটি মেয়র আইভী বলেন,এরপর যারা হকারি করে নিম্ন আয়ের মানুষ তাদের বিষয়ে আমরা, এমপি মহোদয় ও জেলা প্রশাসন মিলে কি করা যায় চিন্তা করবো। কিন্তু কোনো অবস্থাতে বঙ্গবন্ধু সড়ক দখল করে, যানজট সৃষ্টি করে, চুরি, ছিনতাই, ডাকাতি করে সরকারের বদনাম করা এবং নারায়ণগঞ্জকে জিম্মি করা; এটা কেউই বরদাস্ত করবো না।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, আজকের বৈঠক একটি আনঅফিসিয়াল ঘরোয়া বৈঠক ছিল। আজকে শহীদ মিনারে হকাররা যাচ্ছে-তাই কথা বলে আমাদেরকে (জনপ্রতিনিধি) চ্যালেঞ্জ করেছে। এইটা তাদের উচিত হয়নি। আমরা তাদের কাছে তালিকা চেয়েছিলাম, পর্যায়ক্রমে একটা ব্যবস্থা করার কথাও বলেছিলাম। কিন্তু তারা যাচ্ছে-তাই কথা বলছে, পরীক্ষা চলাকালীন সময়ে তারা রাস্তায় মিছিল করেছে।