সড়ক ও ফুটপাতের দখলদারদের পূর্ণবাসনের কথা বলা ব্যক্তিরা ভালো মানুষ নয়; বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
তার ভাষ্য ‘একজন মানুষের জন্য ১ হাজার মানুষ কষ্ট পাবে, এটা হতে পারে না।’
নারায়ণগঞ্জ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ কথা বলেন তিনি।
এর আগে ৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান হকারদের উচ্ছেদের সিদ্ধান্ত নেন।
৬ ফেব্রুয়ারী থেকে হকারদের উচ্ছেদে নামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ। এরপর থেকে হকারদের পূর্ণবাসনের দাবি তুলা হচ্ছে।
পূর্ণবাসনের দাবি তুলা ব্যক্তিদের অতি উৎসাহী দাবি করে সেলিম ওসমান বলেন, ‘মানুষের জন্যই মানুষ, আমরা চেষ্টা করে ছিলাম, নিরিহ মানুষ যেন ব্যবসা করে খেতে পারে। কিন্তু তারাই যদি রাস্তা ঘাট বন্ধ করে দেয়, তাই কমলমতি শিক্ষার্থীর সড়ক দিয়ে আসা যাওয়া করতে পারে না? তারপরেও বলছি, যদি হকারদের জন্য কোন ব্যবস্থা করানোর মতো থাকে, তাহলে মেয়র, ডিসি কিংবা সংসদ সদস্যদের কাছে লিখিত চিঠি দেন।’
সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ হকারদেরকে সমর্থন করে নিজেদের যেন বিপদ না আনে। তাই আমি বলবো, নারায়ণগঞ্জের মানুষের সু-বুদ্ধি আসুক।
এ সময় হকারদের উচ্ছেদের জন্য শিক্ষার্থীরা সেলিম ওসমানকে ধন্যবাদ জানাতে চাইলে বলেন, উচ্ছেদের সিদ্ধান্তের জন্য মেয়রকে ধন্যবাদ দেওয়া উচিৎ।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সড়ক দখল করে হকার বসানো। সদস্যাটির সমাধানে ২০১৮ সালে উদ্যোগ নিয়েছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেই সময় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছিল হকাররা। হকারদের পাশে দাঁড়িয়ে ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।