সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেছে হকাররা।
জেলা হকার্স সংগ্রাম পরিষদের উদ্যোগে সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসকের কাছে স্বারকলিপি জমা দেওয়া হয়।
জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলামের নেতৃত্বে জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, জেলা হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুর রহিম মুন্সি উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে কমরেড হাফিজুল ইসলাম বলেন, প্রায় দুই ঘন্টা কথা হয়েছে জেলা প্রশাসকের সাথে। সেখানে হকারদের নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে, তাদের পরিবারের কথা তুলে ধরা হয়েছে। ডিসি তাদের এই সমস্যা গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন।
জেলা হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুর রহিম মুন্সি দাবি করেন, আন্দোলনকারী হকারদের অনেকের ঘরে খাবার নাই। তাই মেয়র, এমপি, ডিসি ও এসপির কাছে অনুরোধ জানান, অনতিবিলম্বে যেন সকল হকারদের নিয়মতান্ত্রিকভাবে বসার সুযোগ করে দেওয়া হয়।
এদিকে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার হকার্স মার্কেট পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, হাকার্স মার্কেটে অধিকাংশ হকার নেই। তাদের অনেকে আবার দোকান ভাড়া বা বিক্রি করে চলে গেছে। আমরা নারায়ণগঞ্জের স্থানীয় হকারদের তালিকা ও ফোন নম্বর চেয়েছি। আগামী রোববারের মধ্যে দিবে হকার নেতারা। আমরা যাচাই-বাছাই করে কিভাবে হকারদের পুনর্বাসন করা যায় সেবিষয়ে ভাববো।