বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকার বেইলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী কালবেলাকে বলেন, ‘অভিযান চালিয়ে তাকে রাজধানীর বেইলী রোড থেকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুর রহমান নামে এক ব্যক্তি হত্যার ঘটনায় ফতুল্লা থানায় দায়ের কথা মামলায় তাকে আসামি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। ওসমান পরিবারের আশীর্বাদপুষ্ট হয়ে তিনি বছরের পর বছর বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি পদটি কুক্ষিগত করে রেখেছিল। তার বিরুদ্ধে হুন্ডি, চাঁদাবাজিসহ অবৈধভাবে বন্ড সুতার সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ আছে। এছাড়া ২০২২ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি স্থানীয় এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি করে বেশ সমালোচিত হয়েছিলেন।