সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে ডিএনডি খালের ওপর নির্মিত সেতুটি অবশেষে ভেঙে খালের পানিতে পড়ে গেছে। এ সময় দুই পথচারী সেতু থেকে খালে পড়ে যায়।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় সেতু দিয়ে হেঁটে পারাপারের সময় মো. মমিন (৫০) ও তাঁর ভাতিজা আউয়ালসহ (২৫) হঠাৎ সেতুটি দুলতে দুলতে খালের পানিতে ভেঙে পড়ে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে মমিন ও আউয়ালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
হিরাঝিল এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম ও কবির হোসেন বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন ব্যবসায়ী, কর্মজীবী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার অর্ধলক্ষাধিক লোক চলাচল করত। কিন্তু সেতুটি নড়বড়ে অবস্থায় ছিল। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এ ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি। এ কারণে সেতুটি ভেঙে পড়ে জনসাধারণের চলাচলের পথ বন্ধ হয়ে গেল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেতুটি দ্রুত মেরামতের জন্য বলা হয়েছে।