আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে এক চিমটি মাদক খুঁজে পাবেন না। ২৭ জানুয়ারী থেকে এক মাসের মধ্যে নারায়নগঞ্জকে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ। ওইটা কে? আমার মামু, আমার ভাইগনা, আমার ভাতিজা, আমার শালা না আমার দুলাভাই আই ডোন্ট কেয়ার এ্যানি বডি। যে উকিল মাদক ব্যবসায়ীর পক্ষে দাঁড়াবে তার সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না। যেই ব্যাটা জামিন দিবে তারে নারায়ণগঞ্জে থাকতে দিমু না। খোদার কসম করে বলছি ছাড়মু না কিন্তু।
মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, দয়া করে মাদক ব্যবসা যারা করছেন তারা শুধরে যান। আমি পরিষ্কার বলছি মাদক ব্যবসায়ীদের গলায় পাড়া দিতে বাধ্য হবো। যারা এলাকায় মাদক ব্যবসা করেন তাদের এলাকা থেকে বিতাড়িত করব। মাদক ব্যবসায়ীদের পক্ষে কোনো উকিল কোর্টে জামিনের পক্ষে হয়ে দাঁড়াবেন না। দেখি মাদক ব্যবসায়ীরা কিভাবে নারায়ণগঞ্জে থাকে।
তিনি বলেন, একমাস নারায়নগঞ্জকে দেন। আগামী ২৭ জানুয়ারি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শহরের শামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে সমাবেশ করব। নারায়ণগঞ্জের সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, পুলিশ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও জনপ্রতিনিধি সকলকে নিয়ে এ সমাবেশ করব। সেখান থেকে মিটিং শেষ করে ইনশাল্লাহ আগামী ২৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করব।
তিনি বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে একটি সংগঠন করছি। নারায়ণগঞ্জের মানুষের প্রত্যাশা নিয়ে এই সংগঠনের নাম হবে ‘প্রত্যাশা’। আপনারা শুধু মানুষকে নিয়ে আসবেন। মানুষ আসবে আপনারা ফরম পূরণ করে দেবেন। ক্ষমতায় কুলালে ঔষধ কিনে দেব। অনেকের টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায়। আমরা সবাই মিলে চেষ্টা করবো তার লেখাপড়া চালু রাখার।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী. নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু।