২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ৪ (জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্মার্ট জনশক্তি গড়ে তোলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রেখে আমরা ২০৪১ সালের বাংলাদেশ।এই বাংলাদেশ তরুণ সমাজ শিক্ষায়- দিক্ষায় প্রযুক্তি জ্ঞানে দক্ষ জনশক্তিতে গড়ে উঠবে। আমাদের স্মার্ট জনশক্তি আমাদের স্মার্ট সরকার স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলবো।
নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কা আমাদের মার্কা। নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা মহাপ্লাবনে মানব জাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা আজকে উন্নয়ন দিয়েছে। এই নৌকা আগামীকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের কাছে সেই আহবান জানাই। অবশ্য নৌকায় লাঙ্গল চড়ে বসছে।
বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনি নির্বাচনে আসেন নাই, এটা তাদের ইচ্ছা। কিন্তু মানুষের ভোটের অধিকারে বাধা দেওয়া এটা জনগণ কোনভাবেই মেনে নেবেনা।
উন্নয়নের যাত্রা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ধরে রাখতে পারবেনা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের যাত্রা একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ধরে রাখতে পারবেনা। কারণ দেখেছি ওই বিএনপি একবার ক্ষমতায় এসে যতটুকু উন্নতি করেছিলাম ধ্বংস করেছে। আর কেউ এ দেশের উন্নতি করবেও না, মন দিয়ে করবে না।
খাদ্যের চাহিদা মেটানোর কথা উল্লেখ করে তিনি বলেন, যার যতটুকু জমি আছে উৎপাদন করবেন। আমাদের খাদ্যের অবস্থান আমাদের করতে হবে। কেউ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না।
জনসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ -১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ -২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ প্রমুখ।