দেশের চলমান পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহ বন্ধ থাকলেও কিছু কিছু সিনেমা হল খোলা রয়েছে, কিন্তু দর্শক সংখ্যা কম। এর মধ্যে আজ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে এটি প্রথম মুক্তি পাওয়া সিনেমা। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান। এই সিনেমাটি মৌ খানের তৃতীয় চলচ্চিত্র, যা পাঁচ বছর আগে তার অভিষেক হয়েছিল।
মৌ খান বলেন, “এই সিনেমাটি একদম সামাজিক প্রেক্ষাপটে তৈরি, এবং এতে অ্যাকশনও রয়েছে। আমি মায়া নামে একটি শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছি। আমরা তিন বছর আগে এর শুটিং শেষ করেছি, অবশেষে ছবিটি মুক্তি পেল।” তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে দর্শকরা সিনেমাহলে যাবেন কি না, তা বোঝা কঠিন। তবে দর্শকদের হলমুখী করার জন্য ডিপজল ভাইয়া সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।”
মৌ খান আরও জানিয়েছেন যে তিনি দুই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং কিছুদিন শুটিংও করেছেন। তিনি বলেন, “অনেক দিন অপেক্ষা করেছি। এখন থেকে নিয়মিত কাজ করতে চাই এবং ভালো বাজেট ও পরিচালকের ছবিতে অভিনয় করতে আগ্রহী। বছরে দুটি ভালো ছবিতে কাজ করতে চাই।”
‘অমানুষ হলো মানুষ’ সিনেমায় ডিপজল ও মৌ খান ছাড়া আরও অভিনয় করেছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।