দীর্ঘ প্রায় ৮২ দিন পর জেল থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তিনি।
এ সময় ফুলেল মালা দিয়ে তাকে বরণ করে নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ নারায়ণগঞ্জ মহানগর, থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মুক্তি পেয়ে আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশ নেত্রী খালেদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া সুদূর লন্ডন থেকে নেতা তারেক রহমান আমার জামিনের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। এছাড়া কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ দলের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। তবে এই সরকারের পতন না হওয়ার পর্যন্ত আমি রাজপথে ছিলাম আছি এবং থাকবো। কোন মামলা আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমাকে একশ মামলা দিলেও রাজপথে থাকবো এবং এই সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁ থানার পৃথক পৃথক ১১টি মামলায় ৮২দিন কারাভোগ করেন তিনি। এসব মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু। পরে উচ্চ আদালতের জামিননামা সোমবার দুপুরে কারাগারে পাঠানো হলে সন্ধ্যায় জামিনে বের হয়ে আসেন তিনি।