ফেনী-কুমিল্লার যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার মামলায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ আগস্ট) তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন, তবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে গুলশান ও বনানী থেকে আহমদ হোসেন এবং সোহায়েলকে আটক করা হয় এবং পরে পল্টন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
আহমদ হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসন থেকে বিজয়ী হন।
অপরদিকে, মোহাম্মদ সোহায়েল এক বছর ধরে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ছিলেন এবং ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান। তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র্যা৭বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার বিরুদ্ধে জোরপূর্বক গুম ও হত্যার অভিযোগ রয়েছে। গত ৭ আগস্ট তাকে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয় এবং ১৯ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।