ভোটের লাড়াই জমে উঠেছে ঈশা খাঁর রাজধানীখ্যাত সোনারগাঁয়ে। এ আসনে ভোটের মাঠে ৭ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের আব্দুল্লাহ আল কায়সারের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে সোনারগাঁয়ে।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি ক্ষমতাসীন দলের এমপি না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এই আসনে। তাই এবার সরকার দলীয় প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারকে চাচ্ছেন ভোটাররা। এমনকি নিজ দলের নেতাকর্মীরাও লিয়াকত হোসেন খোকাকে ত্যাগ করে কায়সার হাসনাতের শিবিরে যোগ দিয়েছেন। তাই ভোটের হিসেবনিকেশে পরিবর্তনের হাওয়া লেগেছে।
অপরদিকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা জানায়, তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন লিয়াকত হোসেন খোকা। গত ১০ বছরে তিনি সোনারগাঁয়ে যে উন্নয়ণ করেছেন স্বাধীণতার পর আর কোন এমপি এতো উন্নয়ণ করতে পারেনি।
এদিকে সোনারগাঁয়ে একটি কথার প্রচলন ভোটের হিসাব পরিবর্তন করে দিতে পারে। আর তা হলো ‘মুখে কায়সার বুকে খোকা’ গুঞ্জন। কারণ এই আসনে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের ‘প্রভাব’ রয়েছে। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা শামীম ওসমানের রাজনীতি করেন। বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা শামীম ওসমানের ঘনিষ্ট এবং ওসমান পরিবারের ‘বিশ্বস্ত’। এমন কিছু ঘটলে শেষ হাসি হাসবেন লিয়াকত হোসেন খোকা।