নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন বিদেশি পর্যবেক্ষক দলের একাধিক প্রতিনিধি।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মুড়াপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা।
সকাল ৮টা থেকেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। এরপর বেলা ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া পাইলট হাই স্কুল কেন্দ্রে নাইজেরিয়ার ৩ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। দুপুরে পৌনে ১২টার দিকে লেবাননের পৃথক তিন সদস্যর আরেকটি দল একই কেন্দ্র পরিদর্শনে আসেন।
অপরদিকে দুপুর ১২টায় নেদারল্যাল্ড ও যুক্তরাজ্যের দুই সদস্য বিশিষ্ট আরও একটি প্রতিনিধি দল মাহমুদাবাদ সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। এসময় লেবাননের পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বছর নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ ছিল শুরু থেকেই। তারই ধারাবাহিকতায় এ বছর দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের দেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি দেয় নির্বাচন কমিশন।
তারা দেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।