গত ৩ দিন কুয়াশা কম পড়লেও উত্তরের বাতাসে নারায়ণগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। আজও তাঁর ব্যতিক্রম হয়নি।
নারায়ণগঞ্জে শনিবার দিনভর তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে বেড়ে ১৭ ডিগ্রিতে উঠেছিল।
আবহাওয়া অফিস বলছে, এমন শীত থাকতে পারে আরও ২ দিন, আসতে পারে বৃষ্টিও। বৃষ্টির পর আবার তীব্র শীত নামবে। মাসের বাকি সময় থাকতে পারে তীব্র শীত। এ সময়ে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।
আরো পড়ুন: কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে বন্দর
নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি শীতে কাতর হচ্ছে নিম্ন আয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবার কেউ কেউ স্বল্পমূল্যে শীতবস্ত্র কিনতে পুরোনো পোশাকের দোকানে ভিড় জমাচ্ছেন। সকাল ভোরে উঠে কর্মস্থলে যেতে ভোগতে হচ্ছে অনেকের।
ফতুল্লার গার্মেন্টসে কাজ করেন শীলা রাণী। তিনি এনএনডিকে জানান, শীতের কারণে ঘুম থেকে উঠে কাজে যেতে ইচ্ছে করে না। তারপরেও যাচ্ছি কাজ করতে হবে তাই।