সাংবাদিকদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনটা লক্ষ্যের কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি। সোমবার (১৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সিনেমন রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ভালো কাজ করতে গেলে পথে কাটা থাকবেই। পৃথিবীতে কেউ পারফেক্ট না। কিন্তু আপনি তো পারফেক্ট আপনি এগিয়ে আসেন। সেখানে যদি আমি পিছু টান দেই তাহলে আমার বিরুদ্ধে লেখেন। আমি সাংবাদিক ছোট-বড় সব বয়সের সকল সাংবাদিকের কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। প্লিজ আসেন দয়া করেন একটু। আসুন আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, ভূমিদস্যুতা থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করি।
মেডিক্যাল ক্যাম্প করবেন উল্লেখ করে তিনি বলেন, এছাড়া আমি আরও দুইটা জিনিস করবো। অসুস্থ্যদের জন্য মেডিক্যাল ক্যাম্প করবো-এটার জন্য আপনারা শুধু সাথে থাকলেই হবে। উৎসাহ দিলেই হবে। মেডিক্যাল ক্যাম্প করবো প্রতিটা ওয়ার্ডে, যারা গরীব মানুষ চিকিৎসা করতে পারেনা, তাদের চিকিৎসা করার ব্যবস্থা করবো। সম্ভব হলে ওষুধ দিবো।
শিক্ষার্থীদের সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা আমার মতো টাকার জন্য পরীক্ষার ফরম ফিলাপ করতে পারেনি। টাকা পয়সার জন্য বই-পত্র কিনতে পারেনা। আমরা এই সংগঠনের মাধ্যমে তাদেরকে লেখাপড়ার ব্যবস্থা করে দিবো। এটার জন্য আপনারা শুধু দোয়া করলেই হবে। যখন ভালো কাজ শুরু করবো একজন-দুজন করে সমাজের অনেক ভালো মানুষ এগিয়ে আসবে। সুতরাং এই তিনটা গোল (লক্ষ্য) আমার সামনে। আর এই তিনটা গোল শুধু আল্লাহকে খুশি করার জন্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।