খানপুর ৩০০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে র্যাব-১১। পরে তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার মেঘনা থানার বড় সাপমারা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (৩৫), নারায়ণগঞ্জের খানপুরের আব্দুল গফুর ওরফে লালু মুন্সির ছেলে মো. ইব্রাহিম খলিল (৪০), সোনারগাঁয়ের রাইসদিয়া এলাকার মৃত হাকিম বেপারীর ছেলে বাদল মিয়া (৫০) ও খানপুর মেইন রোড এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন (২৯)।
র্যাব জানান, আসামীরা দীর্ঘদিন যাবত খানপুর ৩০০ শয্য বিশিষ্ঠ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারী হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দালালির মাধ্যমে আসামীগণ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানী ও আর্থিকভাবে ক্ষতি সাধন করে থাকে।