অনলাইন জুয়ার আশক্ত ছিল ২১ বছর বয়সী ইলিয়াস। অভাব-অনটনে স্ত্রী সুমা আক্তারের সাথে বিবেদ লাগতো প্রতিদিনই।
গত ২২ জানুয়ারি নিজ ঘর থেকে সামা আক্তারের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
মৃত সুমার বাবা অভিযোগ করেছেন, ‘ইলিয়াসের প্রলোচনায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে তার মেয়ে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গন্ধর্পুর হাজীপাড়া এলাকার ঘটনাটিতে বুধবার (২৪ জানুয়ারি) একটি আত্মহত্যার প্রলোচনার মামলা হয়েছে।
অভিযুক্ত করা হয়েছে সুমা আক্তারের স্বামী ও রূপগঞ্জের বড়ালু পশ্চিমপাড়া এলাকার মো. ইয়াছিন মিয়ার ছেলে ইলিয়াসকে।
মৃত সুমা আক্তারের বাবা মুজিবর রহমান অভিযোগে উল্লেখ করেন, ৮ মাস পূর্বে ইলিয়াসের সাথে সুমা আক্তারের বিয়ে হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে ইলিয়াসকে ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে একটি ইজিবাইক ও ১ ভরি ওজনের স্বর্ণের চেইন দেওয়া হয়। ২২ জানুয়ারী সোয়া ১১ টায় জানতে পারেন সুমা আক্তারের মৃত্যু হয়েছে। গন্ধর্পুর হাজীপাড়া এলাকায় ইলিয়াসের ভাড়া বাড়িতে গিয়ে জানতে পারেন তার মেয়ে আত্মহত্যা করেছে।
মুজিবুর রহমান বলেন, অনলাইন জুয়ায় আশক্ত ছিল ইলিয়াস। তাই সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। ইলিয়াসের সাতে সুমা বিবেদ আর প্রলোচনা থেকে আত্মহত্যা করেছে।