নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। বিএনপি নির্বাচনে না আসায় এরআগে ১৬টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বচিত হন এডভোকেট মহসিন-রনির নেতৃত্বাধীন প্যানেল। মঙ্গলবার (৩০ জানুয়ারী) শুধুমাত্র আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ৪৯৫ ভোট পেয়ে আপ্যায়ণ সম্পাদক পদে জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী মানজুদুল রাশিদ রিফাত। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইখতিয়ার হাবীব পেয়েছেন মাত্র ১১৭ ভোট।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১১ই জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৩০শে জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছিল। ওই সভায় নির্বাচন পরিচালনা করার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়।
বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষ থেকে বর্তমান একদলীয় নির্বাচন কমিশন বাতিল করে সিনিয়র নিরপেক্ষ আইনজীবী দিয়ে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে বহিরাগতদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা ও মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল। বিএনপির আইনজীবীদের কোনো দাবি নির্বাচন কমিশন আমলে না নেওয়ায় ১৭ জানুয়ারি দুপুরে আদালতপাড়ায় বিক্ষোভ সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়।
২২ জানুয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬ টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা। স্বতস্ত্র প্রার্থী ইখতিয়ার হাবীব মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আপ্যায়ণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতারা হলেন প্যানেলে সভাপতি পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক পদে এড. আবুল বাশার রুবেল, কোষাধক্ষ্য পদে এড. সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক পদে এড. আলী আকবর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে এড. আসাদুল্লাহ সাগর ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নারায়ণ চন্দ্র সাহা।
এছাড়াও কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. বেনজির মাহমুদ, এড. তানিয়া খাতুন, এড. মিজানুর রহমান, এড. ফয়সাল, এড. মাহবুবুর হক ফোরকান।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭টি পদেই নির্বাচিত হলো আওয়ামী লীগ সমর্থিত প্যানেলটি।