সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের সাথে এক টেবিলে বসতে যাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আগামী ৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের এই তিন জনপ্রতিনিধিকে নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। সেদিন নগরবাসীর সবচেয়ে প্রকট ও জটিল সমস্যা ‘যানজট-হকার’ নিরসনের বিষয়টি তাদের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে যানজট সমস্যা সমাধানের পথ বাতলে দিতে হবে এই ৩ জনপ্রতিনিধিকে।
ভয়াবহ যানজটের কারণে নারায়ণগঞ্জ শহরে জীবনযাত্রা ক্রমেই জটিল হয়ে উঠছে। এ নিয়ে অনেক বছর ধরে বিভিন্ন ফোরাম থেকে অনেক কথা বলা হয়েছে, নানা রকমের উদ্যোগের কথাও মাঝে মধ্যে শোনা গেছে কিন্তু এ সমস্যার সমাধান হচ্ছে না, বরং তা দিন দিন আরও প্রকট হচ্ছে।
গত কয়েক দিন যাবত দিনের বিভিন্ন সময় স্থানভেদে সমস্যাটির কারণ বের করার চেষ্টা করছেন আয়োজকরা। এসব কারণ ভিডিও আকাড়ে ধারণ করে সেই বৈঠকে তুলে ধরবেন। এসব কারণের মধ্যে শহরে অবৈধ পরিবহন প্রবেশ, হকারদের দখলে ফুতপাত, বাস ও ট্রেন স্ট্যান্ড শহরের বাহিরে নেওয়াসহ নানা বিষয় তুলে ধরা হবে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, বরাবরই এই ৩ জনপ্রতিনিধি নগরীর সমস্যা সমাধানে একে অপরের উপর দোষ চাপাতেন। ভবিষ্যতে যেন দোষ না চাপাতে পারেন, সে জন্য এই আয়োজন করা ।
এই আয়োজনের সংবাদ প্রচার হওয়ায় পর ইতোমধ্যেই নারায়ণগঞ্জবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক মহলকে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু এনএনডিকে জানান, আগামী ৩ ফেব্রুয়ারি সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের সাথে এক টেবিলে বসবে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সেদিন মূলত যানজট সমস্যা আমরা তুলে ধরবো। কিভাবে সমস্যাটির সমাধান করবে; সেই পথ বেছে নিতে হবে তাদের।
বহুল কাংখিত এই বৈঠকে নারায়ণগঞ্জের জন্য ভালোকিছু হবে বলেই মনে করছে বিভিন্নমহল।