নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মাদক ও এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান গ্রুপের কর্ণধার সেলিম প্রধান। শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেলে ভুলতা ইউনিয়নের গাউছিয়া এলাকায় পরিদর্শন করে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে এ ব্যাপারে সতর্ক করেন। এ সময় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও এলাকাবাসীকে প্রতিজ্ঞা করান তিনি।
পরিদর্শন শেষে হুঁশিয়ারি উচ্চারণ করে সেলিম প্রধান বলেন, প্রধান ইজ ব্যাক। আমার রূপগঞ্জবাসীকে আমি বার বার করে বলতেছি, এক নম্বর মাদক, দুই নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা, সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না। আজকে আমার কর্মসূচির এক নম্বর কাজ হলো-মাদক ও পরিষ্কার পরিচ্ছন্নতা। এই কাজ অব্যাহত থাকবে। তোমরা যারা মাদকের ব্যবসা করো, তারা হয় ভালো হও নয়তো পালিয়ে যাও। ভালো হতে হলে প্রয়োজনে আমার কাছে আসো, কোন প্রয়োজন হলে আমি সহায়তা করবো। কিন্তু খারাপ কাজ করা যাবেনা। রূপগঞ্জে কোন খারাপ কাজ চলবে না।
তিনি আরও বলেন, আমি ছোট বেলা থেকে জাপানে বড় হয়েছি। সেই দেশে একটা ময়লাও খুঁজে পাওয়া যায়না। আমি ঠিক জাপানের মত আমার রূপগঞ্জকে পরিষ্কার করবো। আমার রূপগঞ্জে যারা আছে সবাই এক পরিবার। ওয়ান ফ্যামিলি রূপগঞ্জ নিয়ে আমরা কাজ করবো। রূপগঞ্জেকে পরিষ্কার করে ছাড়বো। কোন সন্ত্রাসী আমাদের রূপগঞ্জে থাকতে পারবে না। আমি সবাইকে বলি, রূপগঞ্জের জন্য কিছু কর। ভালো কাজ করো। সেলিম ইজ ব্যাক।