নারায়ণগঞ্জে শহরের ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে বসা হকারদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। হাটা-চলার রাস্তা দখল করে বসলেই আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আগামী মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন অভিযানে নামবে। এতে সহযোগীতা করবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গোল টেবিল বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান শুরু হবে ৬ ফেব্রুয়ারী থেকে। ইতোমধ্যে হকারদের দোকান-পাট গুটিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে দোকান-পাট গুটিয়ে নিতে অনেক হকারকে ব্যস্ত সময় পার করছে। আবার অনেক হকার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভ্রাম্যমান দোকান বসিয়ে এখনো ফুটপাত দখল করে বেচা-বিক্রি করছে। বিকেল থেকে শহরের সিরাজউদ্দৌলা সড়কে ও ফুটপাতের হকারদের দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
এ বিষয়ে দোকনিরা বলেন, ‘এমপি-মেয়র মিলে মিটিং করেছে। হকার বসতে দিবেনা। একারণে প্রশাসনের লোকজন এসে জানিয়ে গেছে, আগামীকাল সকালের মধ্যে ফুটপাতের ও সড়কের হকারদের দোকান-পাট গুটিয়ে নেওয়ার জন্য। নতুবা উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সিরাজউদ্দৌলা সড়কের পাশে বসা সারি সারি দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। আবার অনেকে দোকানের বাঁশ ও ত্রিপাল খুলে পুরো স্থান ফাঁকা করে দিচ্ছেন। নারায়ণগঞ্জ কলেজের সামনের সড়ক থেকে শুরু করে কালীরবাজার পর্যন্ত এই দৃশ্য দেখা যায়। তবে বঙ্গবন্ধু সড়কের কোথাও হকার বসেছে আবার কোথাও ফাঁকা রয়েছে। অনেক স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভ্রাম্যমান বসিয়ে অর্থাৎ চাটাই বা প্লাষ্টিকের ত্রিপাল বিছিয়ে দোকান সাজিয়ে ফুটপাতে বসেছেন হকাররা। তবে বঙ্গবন্ধু সড়কের খাজা মার্কেটের পাশে সোনালী ব্যাংকের সামনের ফুটপাত থেকে শুরু করে সায়াম প্লাজার সামনের ফুটপাতে প্রায় আগের মত হকারদের দখলে ছিল।
পথচারী আমির হোসেন বলেন, হকাররা এতো সহজে ফুটপাত ছাড়বে না। তারা নানা কৌশলে ফুটপাতে ফিরে আসবে। আজকে বিকেলেও হকারদের দখলে ছিল ফুটপাত। ফুটপাতে সব সময় অভিযান পরিচালনা করতে হবে। নতুবা আমাদের ভোগান্তি দূর হবেনা।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন এনএনডিকে জানান, আমরা ফুটপাত ও সড়ক থেকে হকার আপাতত সরিয়ে দিচ্ছি। আমাদের অবর্তমানে অনেক স্থানে আবার হকার বসছে। আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারছি না। তাই জেলা প্রশাসন ও সিটি করপোরেশন মঙ্গলবার থেকে অভিযানে নামবে। কোথাও হকার বসলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।