মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও নোংরা পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনসহ ৩ রেস্তোরাকে জরিমানা করা হয়েছে।
জরিমানা গুনা অন্য দুই প্রতিষ্ঠান হলো সুমাইয়া বিরিয়ানি হাউজ ও আনন্দ রেস্তোরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বৃহস্পতিবার সকালে এই ৩ রেস্তোরায় এসে জরিমানার অর্থ আদায় করেন।
এসময় তার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, নোংরা পচা-বাসি খাবার বিক্রিসহ ভোক্তা বিরোধী কর্মকাণ্ডের জন্য ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৩ ধারায় ঐতিহ্যবাহী বোস কেবিনকে ১০ হাজার, ৩৭ ধারায় সুমাইয়া বিরিয়ানি হাউজকে ১০ হাজার ও ৪৩ ধারায় আনন্দ রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার বিক্রি, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।