দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এবারও বঞ্চিত হলো নারায়ণগঞ্জের নারীরা।
আওয়ামী লীগের প্রার্থীদের চূড়ান্ত তালিকায় নেই জেলাটির কোন নারীর নাম।
একাদশ জাতিয় সংসদ নির্বাচনেও নারায়ণগঞ্জবাসী সংরক্ষিত নারী আসনে জনপ্রতিনিধি পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল। তারই ধারাবাহীকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী পায়নি নারায়ণগঞ্জের মানুষ।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের রাজনৈতিক দল বা জোটওয়ারি সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করবে ইসি। এই মেয়াদ শেষ হওয়ার পরবর্তী কার্যদিবসে ইসি সচিবালয়ের কোনো প্রকাশ্য স্থানে তালিকাগুলো প্রকাশ করবে এবং একটি কপি সংসদ সচিবালয়ে পাঠাবে। সে হিসাবে ভোটারদের তালিকা প্রস্তুত করতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে।
এরপরই তফসিল ঘোষণা করতে পাররব ইসি।
এবার আওয়ামী লীগ ৪৮টি আসনে মনোয়ন দিবে। কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছে ১৫৪৯ জন।
সকালে মনোনয়ন প্রত্যাশী নারীদের সাথে সভা করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন।
এ তালিকায় নেই নারায়ণগঞ্জের কোন নারীর নাম।
জানা গেছে, জাতীয় সংসদের ৬ টি সংসদীয় আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন দেওয়া হয়। নারায়ণগঞ্জের ৫টি ও মুন্সিগঞ্জের ১ টি আসন নিয়ে গঠিত হয়েছে নারী সংরক্ষিত আসন আসনটি। দশম জাতীয় সংসদে নারায়ণগঞ্জ থেকে হোসনে আরা বাবলীকে মনোয়ন দেওয়া হয়েছিল। এরপর একাদশ জাতীয় সংসদে স্থানী পায়নি কোন নারী, একই অবস্থা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।
গত নির্বাচনের মতো এবারও মুন্সিগঞ্জ থেকে মনোনিত করা হয়েছেসদ্য সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী জিলাতুন নেছাকে।