ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শূন্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার তল্লা এলাকায় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তিনি বলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী হয়েছেন ফাইজুল ইসলাম। ভালো কাজ করতে গেলে ভালো মানুষ দরকার, খারাপ কাজ করতে গেলে খারাপ মানুষ দরকার। সে ভালো ও আল্লাহওয়ালা মানুষ।
আওয়ামী লীগে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, যুবলীগ নেতা আজমত আলী ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল হক।
এছাড়াও অন্যান্য দল থেকে আছেন রেশ পচন্দ্র দাশ, কাজী মাঈন উদ্দিন, মোঃ মহসিন মিয়া,সেলিনা সুলতানা, কাজী দেলোয়ার হোসেন, মোঃ সেলিম রেজা শাওন, মোঃ সজিব, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শাহিন দেওয়ান এবং আলী আজম।
আগামী ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ আর ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ব্যালড পেপারের মাধ্যমে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন ইউনিয়নটির ১ লাখ ২৩ হাজার ৮৩৬ জন ভোটার সকাল থেকে ভোট দিবে তাদের অভিভাবক চূড়ান্ত করবেন।