হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় জামাই শ্বশুর নিহত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) ভোর ৫ টার দিকে কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার বাড়িপাড়া গ্রামের মৃত রনি মেম্বারের ছেলে সিদ্দিকুর রহমান (৫৫) ও কুমিল্লার দাউদকান্দি থানার বারপাড়া গ্রামের মোবারক সিকদারের ছেলে মোহাম্মদ উল্যাহ সিকদার (৩৫)।
কাঁচপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মো. রেজাউল জানান, রাতে মোহাম্মদ উল্লাহ তার শ্বশুর সিদ্দিকুর রহমানকে আনতে কুমিল্লা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। সেখান থেকে সকালে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় দ্রুত গতির প্রাইভেটকারটিকে অন্য যাত্রীবাহী বাস ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় গাড়িতে থাকা দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়ির চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান সিদ্দিকুর রহমান। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করেছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, ‘সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মেয়ের জামাতা ও শ্বশুড় নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা রজু করেছে। ঘটনার তদন্ত দায়িত্বে আছে কাঁচপুর হাইওয়ে থানা।
নিহত মোহাম্মদ উল্লাহর চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুর মজিদ জানান, নিহতদের মধ্যে মোহাম্মদ উল্লাহর মরদেহ থানা থেকে পরিবারের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে আর তার শ্বশুরের মরদেহ ঢামেক মর্গে রয়েছে।