বন্ধ করা হয়েছে নারায়ণগঞ্জের ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল প্রকার কার্যক্রম। সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন না থাকায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
একই সাথে আরও ৩ টি ডায়াগনষ্টিক সেন্টারকে কাগজপত্র সঠিক করার জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন।
নারায়ণগঞ্জ শহর ও বন্দরে সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অভিযানটি পরিচালনা করা হয়।
বন্ধ করা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো খানপুর এলাকার মেডি এইড ডায়াগনষ্টিক সেন্টার, আহিল ডায়াগনষ্টিক সেন্টার, আয়েশা জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব ও ইমন ডায়াগনষ্টিক সেন্টার। এছাড়া ৪৮ ঘন্টা সময় দেওয়া প্র্রতিষ্ঠান গুলো হলো খানপুর সেন্ট্রাল জেনারেল হাসপাতাল, গ্যাস্ট্রোলিভ ডায়াগনস্টিক সেন্টার ও বন্দর উপজেলার নবীগঞ্জ কদম রসুল ডায়াগনষ্টিক সেন্টার।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা এ এফ এম মুশিউর রহমান জানান, বর্তমান সরকার নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে নারায়ণগঞ্জের ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ৩ টি প্রতিষ্ঠানকে কাগজপত্র সঠিক করার জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।