ক্ষতিকারক রাসায়নিক আর হাইড্রোজ ব্যবহার ব্যবহার করায় সোনারগাঁয়ে ২ মুড়ির কারখানার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর এলাকায় সোমবার (৪ মার্চ) দুপুরে অভিযানটি পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে মায়ের দোয়া ফুড প্রোডাক্টকে ২ লাখ ও মক্কা ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। নি
নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, মুড়ির কারখানায় অভিযানে দেখা যায় চরম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।
এছাড়া প্রতিষ্ঠানগুলোর খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। পরে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ও ৩৯ ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।