দক্ষিণ আফ্রিকায় ‘ডাকাতের হামলায় খুন হয়েছেন সোনারগাঁয়ের’কামাল হোসেন ওরফে আসিফ ইকবাল (৩৫) নামে এক প্রবাসী। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সময় ৩টার দিকে দেশটির হায়াবুসা নামে এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির গোহাট্টা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।
তার ভাগ্নে আরাফাত হোসেন সিফাত জানান, দক্ষিণ আফ্রিকার হায়াবুসা এলাকায় কামালের একটি দোকান ছিল।
“বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কামালের দোকানে ডাকাত দল হানা দেয়। দোকান লুট করার পর ডাকাত দল তার মাথায় পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হায়াবুসা এলাকায় থাকা মামার বাংলাদেশী প্রতিবেশীদের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি”, বলেন সিফাত।
কামাল গত ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। তার স্ত্রী ও কন্যাসন্তান সোনারগাঁয়ের গ্রামে থাকেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তবে, সোনারগাঁর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো খবর তারা পাননি।
“নিহত পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের সরকারি নিয়ম অনুযায়ী সাহায্য করবো।”
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানও একই কথা বলেন।